Keynesian Concept of Effective Demand
- Prof Manotosh Chakravarty
- Feb 22, 2021
- 2 min read

[কার্যকর চাহিদা বিষয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও লেকচারও এখানে দেয়া হলো। ধন্যবাদ
মনতোষ চক্রবর্তী ]
[ কিভাবে কার্যকর চাহিদা নির্ধারিত হয়?]
[কেইনসীয় আয় ও নিয়ােগ তত্ত্ব প্রেক্ষিত(In the context of Keynesian Theory of Income and Employment)-কার্যকর/ কার্যকরী চাহিদা]
কার্যকর/ কার্যকরী চাহিদা- ধারণা/ সংজ্ঞা
কার্যকর/ কার্যকরী চাহিদা (Effective Demand) বলতে নির্দিষ্ট সময়ে নিয়ােগ সংশ্লিষ্ট মােট চাহিদার সেই অবস্থাকে বুঝায়, যেখানে নিয়ােগ সংশ্লিষ্ট মােট যােগান তার সমান হয় এবং সেই সমতার মাধ্যমে কাম্য নিয়ােগ (বা কাম্য উৎপাদন) নির্ধারিত হয়। অন্যভাবে বলা চলে, নির্দিষ্ট সময়ে নিয়ােগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য (যাকে মােট চাহিদা মূল্যও বলা যায়), যখন উপকরণ নিয়ােগ বাবদ ন্যূনতম ব্যয়ের (যাকে মােট যােগান মূল্য বলা যায়) সমান হয়, তখন সমাজের বিবেচ্য মােট চাহিদাকে কার্যকর/ কার্যকরী/ সক্রিয় চাহিদা বলে।
কার্যকর চাহিদার বিন্দু কি / কোনটি ?
মােট চাহিদা রেখার যে বিন্দুতে মােট যােগান রেখা ছেদ করে, সেই বিন্দুকে কার্যকর চাহিদার বিন্দু বলে।
অনুমিতিঃ
১। পূর্ণ প্রতিযােগিতা বিরাজমান।
২। সমাজের মােট চাহিদা ক্রমহ্রাসমান হারে বাড়ে।
৩। সমাজের মােট যােগান স্থির হারে বাড়ে।
কার্যকর চাহিদার নির্ধারক কি কি ?
কার্যকর চাহিদার দুটি নির্ধারক হল সমাজের মােট চাহিদা অপেক্ষক ও মােট যােগান অপেক্ষক।
কার্যকর চাহিদা তথা নিয়ােগ নির্ধারণঃ মােট চাহিদা ও মােট যােগান অপেক্ষকের সমস্থলে কার্যকর চাহিদা ও নিয়ােগ নির্ধারিত হয়।
চিত্রে কার্যকর চাহিদা নির্ধারণ (চিত্রে কার্যকরী চাহিদা ও কার্যকরী চাহিদার বিন্দু নির্দেশ )
চিত্রে AD = মােট চাহিদা রেখা। AD= f(N) মােট চাহিদা অপেক্ষক। যেখানে f ' (N) >0 এবং f "(N) <0, অর্থাৎ AD রেখা ঊর্ধ্বগামী অর্থাৎ তার ঢাল ধনাত্মক, তবে প্রত্যাশিত উৎপন্ন মূল্য ক্রমহ্রাসমান হারে সেখানে বাড়ছে । AS = মােট যােগান রেখা। AS = f(N), মােট যােগান অপেক্ষক। যেখানে f ' (N) > 0, অর্থাৎ AS ধনাত্মক ঢাল বা ঊর্ধ্বগামী। সেই ঢাল স্থির মানসম্পন্ন এবং ঢালের পরিবর্তন f "(N) = শূন্য (0)।

ছকের মাধ্যমে চিত্রের বর্ণনা:

চিত্র থেকে উপলব্ধি করা যায় যে, নিয়ােগ থেকে প্রত্যাশিত আয় যতক্ষণ ন্যূনতম ব্যয়ের চেয়ে বেশি, ততক্ষণ নিয়ােগের পরিমাণ বাড়বে। E বিন্দুতে নিয়ােগের ভারসাম্য(কাম্যতা) অর্জিত হয়। অর্থাৎ সেখানে AD = AS এবং নির্ধারিত নিয়ােগের পরিমাণ N2 | চিত্রে N2E হল কার্যকর চাহিদা, আর E কার্যকর চাহিদার বিন্দু।
ধন্যবাদ
মনতোষ চক্রবর্তী
উৎস:

Thank you so much Sir