Microeconomics Honours 1st year lessons - chapter 1.2
- Prof Manotosh Chakravarty
- May 12, 2020
- 1 min read
Chapter-1.2: Introduction Basic Microeconomics
বিষয়গত পাঠ ও পরীক্ষা প্রস্তুতি
- প্রফেসর মনতোষ চক্রবর্তী
জানার বিষয় / প্রশ্নঃ অর্থনীতির সংজ্ঞাকে প্রধানতঃ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়? প্রত্যেক দৃষ্টিকোণ প্রেক্ষিতে সংজ্ঞা ও সংশ্লিষ্ট অর্থনীতিবিদের নাম উল্লেখ কর। (From how many angles you may consider the definition of economics ? Mention the definition and respective economist from each angle.)

উত্তরঃ অর্থনীতির সংজ্ঞাকে চারটি দষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। যথা:
(ক) সম্পদের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা। দিয়েছেন অ্যাডাম স্মিথ।
(খ) কল্যাণের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা। দিয়েছেন আলফ্রেড মার্শাল।
(গ) স্বল্পতার দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা। দিয়েছেন এল রবিন্স।
(ঘ) প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা। দিয়েছেন পল স্যামুয়েলসন।
সম্পদ কেন্দ্রিক অর্থনীতির সংজ্ঞা -অ্যাডাম স্মিথ :
”জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণগত অনুসন্ধান প্রক্রিয়া হলাে অর্থনীতি।”
মানুষের কার্যাবলী এবং কল্যাণ কেন্দ্রিক অর্থনীতির সংজ্ঞা - আলফ্রেড মার্শাল:
“অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে আলােচনা করে।”
স্বল্পতা কেন্দ্রিক অর্থনীতির সংজ্ঞা- এল. রবিন্স:
“অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান, যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযােগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে।”
প্রবৃদ্ধি কেন্দ্রিক অর্থনীতির সংজ্ঞা -পল স্যামুয়েলসন:
“ অর্থকে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করে বা না করে জনসাধারণ(সমাজ) বিকল্প ব্যবহারযােগ্য অপর্যাপ্ত সম্পদকে ক্রম-উৎপাদন বৃদ্ধি (প্রবৃদ্ধি) ও বন্টন কাজে কিভাবে ব্যবহার করে, এ সংক্রান্ত বিষয়াদি পর্যালােচনাই হল অর্থনীতি। ”

এবারে নিজেকে যাচাই কর (Self Test):
(১) অর্থনীতির সংজ্ঞাকে প্রধানতঃ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়? সেই দৃষ্টিকোণগুলো কি কি ?
(২) সম্পদ কেন্দ্রিক অর্থনীতির সংজ্ঞাটি কি ? এ সংজ্ঞাটি কে দিয়েছেন ?
(৩) কল্যাণ প্রেক্ষিতে অর্থনীতির সংজ্ঞাটি কি এবং কে দিয়েছেন ?
(৪) স্বল্পতা প্রেক্ষিতে অর্থনীতির সংজ্ঞাটি কি এবং কে দিয়েছেন ?
(৫) প্রবৃদ্ধি প্রেক্ষিতে অর্থনীতির সংজ্ঞাটি কি এবং কে দিয়েছেন ?
উৎস :

ধন্যবাদ অন্তে - প্রফেসর মনতোষ চক্রবর্তী

Comentários