Positive and Normative Economics
- Prof Manotosh Chakravarty
- Jul 8, 2020
- 1 min read
প্রশ্ন : ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতি কি?(What are positive and normative economics ?)
প্রফেসর মনতোষ চক্রবর্তী
Email: manotosh.chakravarty@gmail.com

ইতিবাচক অর্থনীতির সংজ্ঞাঃ
ইতিবাচক অর্থনীতি হলাে অর্থনীতির সেই শাখা, যা অর্থনীতির বাস্তব কার্যক্রমকে ব্যাখ্যা করে। বাস্তবে অর্থনীতিতে কি ঘটছে, তার বিশ্লেষণ এই অর্থনীতির আওতায় পড়ে। বাস্তব উপাদানগুলাের উপর নির্ভর করে অর্থনীতির অবস্থা কিরূপ হতে পারে, কিরূপ ছিল এবং বর্তমানেই বা কিরূপ-এ নিয়ে যে পর্যালােচনা, তাকে বলে ইতিবাচক অর্থনীতি।

নীতিবাচক অর্থনীতির সংজ্ঞাঃ
একটি অর্থনীতি কিভাবে পরিচালিত হওয়া উচিত তা নিয়ে অর্থনীতির যে শাখা আলােচনা করে,তাকে নীতিবাচক বা আদর্শভিত্তিক অর্থনীতি বলে । আবার এভাবেও বলা যায়- নীতিবােধ তথা বিচার-বুদ্ধি মূল্যায়ন প্রেক্ষিতে উচিত-অনুচিতের অনুশাসনে আবদ্ধ অর্থনৈতিক বিশ্লেষণকে নীতিবাচক অর্থনীতি বলে।

প্রফেসর মনতোষ চক্রবর্তী
Email: manotosh.chakravarty@gmail.com
Comments