top of page
Search

Self test on the concept of supply in Basic microeconomics

  • Writer: Prof Manotosh Chakravarty
    Prof Manotosh Chakravarty
  • Aug 30, 2020
  • 2 min read

মৌলিক ব্যষ্টিক অর্থনীতি

(Basic microeconomics) :

যােগান(Supply) সংক্রান্ত কতিপয় প্রশ্ন ও এক বাক্যে উত্তর


1.যােগান (Supply) কি?

উ: নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দামে বিক্রেতা (বা বিক্রেতারা) একটি দ্রব্যের কি পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত, তাকে যােগান বলে।


2. যােগান অপেক্ষক (Supply function) কি?

উ: দ্রব্যের দামসহ বিভিন্ন চলকের উপর যােগানের পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ককে যােগান অপেক্ষক বলে।


3.যােগান বিধি(Law of supply) কি?

উ: অন্যান্য অবস্থা অপরিবর্তিত (ceteris paribus) থেকে দ্রব্যের দাম বাড়লে, তার যােগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যােগানের পরিমাণ কমে- এই হলাে যােগান বিধি।।


4. যােগান সূচী (Supply schedule) কি?

উ: যােগান বিধির ছকভিত্তিক উপস্থাপন হলাে যােগান সূচী।


5. যােগান রেখা (Supply schedule and supply curve) কি?

উ: যে রেখার বিভিন্ন বিন্দুতে দামের বিভিন্ন অবস্থায় যােগানের বিভিন্ন পরিমাণ নির্দেশ করা হয়, তাকে যােগান রেখা বলে ।


6. বাজার যােগান রেখা (Market supply curve) কি?

উ: ব্যক্তিগত যােগান রেখার আনুভূমিক (horizontal) যােগকরণের দ্বারা যে রেখা পাওয়া যায় তাকে বাজার যােগান রেখা বলে ।


7. যােগান রেখা বরাবর সঞ্চালন (Movement along a supply curve) বা যোগানের পরিমানের প্রসারণ-সংকোচন (extension -contraction) কি?

উ: যােগান রেখার এক বিন্দু থেকে অপর বিন্দুতে দাম পরিবর্তনের সাথে যোগানের পরিমাণের পরিবর্তন নির্দেশকরণকে ‘যােগান রেখা বরাবর সঞ্চালন' বলা হয়।


8. যােগান রেখার স্থানান্তর(shifting) কি?

উ: একটি দ্রব্যের যোগান অপেক্ষকের নির্দিষ্ট চলক (যেমন দ্রব্যটির দাম) স্থির থেকে অপর কোনো চলকের প্রভাবে যােগান রেখার ডানদিকে বা বামদিকে সরে যাওয়াকে যােগান রেখার স্থানান্তর বলে।


9. যােগানের হ্রাস( decrease in supply) কি?

উ: নির্দিষ্ট দামে বিক্রেতা পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য বিক্রয় করতে চাইলে যােগান রেখা বামদিকে স্থানান্তরিত হয়, এ অবস্থাকে যােগানের হ্রাস বলা হয়।


10. যােগানের বৃদ্ধি(increase in supply ) কি?

উ: নির্দিষ্ট দামে বিক্রেতা পূর্বের তুলনায় অধিক পরিমাণে দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত হলে যােগান রেখা ডানদিকে স্থানান্তরিত হবে, এ অবস্থাকে যােগানের বৃদ্ধি বলা হয়।


11. যােগানের পরিবর্তন(Changes in supply) কি?

উ: একটি দ্রব্যের যোগান অপেক্ষকের নির্দিষ্ট চলক (যেমন দ্রব্যটির দাম) স্থির থেকে অপর কোনো চলকের প্রভাবে যােগানের বৃদ্ধি( যোগান রেখার ডানদিকে স্থানান্তর) এবং হ্রাসকে (যোগান রেখার বামদিকে স্থানান্তর) যােগানের পরিবর্তন বলা হয়।


12. শ্রমের যােগান রেখা (Labour supply curve)কি?

উ: যে রেখার দ্বারা শ্রমের মজুরী ও শ্রমের যােগানের মধ্যে সম্পর্ক দেখানাে হয়, তাকে শ্রমের যােগান রেখা বলে ।


13. পশ্চাৎমুখী (পেছন দিকে বেঁকে যাওয়া) শ্রমের যােগান রেখা(Backward bending supply curve) কি?

উ: মজুরীর পরিমাণ বাড়লেও শ্রম-যােগানের পরিমাণ কমে যায়, এ অবস্থা যে যােগান রেখার দ্বারা দেখানাে হয়, তাকে পশ্চাৎমুখী শ্রমের যােগান রেখা বলে ।


ধন্যবাদ।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com

 
 
 

Comments


bottom of page